রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

ছবির মতো সুন্দর গুঠিয়া জামে মসজিদ

গুঠিয়া জামে মসজিদ



বরিশাল-বানারীপাড়া সড়ক ধরে এগোলেই উজিরপুর উপজেলা । সড়কের পাশে গুঠিয়ার চাংগুরিয়া গ্রাম। এ গ্রামেই আছে দক্ষিণাঞ্চলের বৃহৎ গুঠিয়া মসজিদ। ২০০৩ সালের ১৬ ডিসেম্বর উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু চাংগুরিয়ার নিজ বাড়ির সামনে প্রায় ১৪ একর জমির উপর ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিগত ভাবে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ-ঈদগাহ্ কমপ্লেক্স এর নির্মান কার্যক্রম শুরু করেন। ৩ বছর মেয়াদের মধ্যে উক্ত নির্মান কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন এস. সরফুদ্দিনের ছোট ভাই মোঃ আমিনুল ইসলাম নিপু। তিনি ২০০৬ সালে উক্ত জামে মসজিদ- ঈদগাহ্ কমপ্লেক্সের নির্মান কাজ সম্পন্ন করেন। তার নির্মানাধীন সময়কালের মধ্যে তিনি একটি বৃহৎ মসজিদ-মিনার, ২০ হাজার অধিক ধারন ক্ষমতা সম্পন্ন ঈদগাহ্ ময়দান, এতিমখানা, একটি ডাকবাংলো নির্মান, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক-পুকুর খনন কাজ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন-ফুল বাগান তৈরি ও লাইটিং ব্যবস্থা সম্পন্ন করেন। ওই নির্মান কাজে প্রায় ২ লাখ ১০ হাজার নির্মান শ্রমিক কাজ করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়। পরে গুঠিয়ার নামেই মসজিদটি পরিচিতি লাভ করে। চাংগুরিয়া গ্রামের ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ এটির নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশপথের ডানে বড় পুকুর। পুকুরের পশ্চিম দিকে মসজিদ। মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা ১৯৩ ফুট। আমার মনে হয় এটাই বাংলাদেশে সবচেয়ে সুন্দর মসজিদ ।

মসজিদে ঢোকার দৃষ্টি নন্দন প্রধান গেইট



সামনে থেকে মসজিদ কমপ্লেক্স





মসজিদের পশ্চিম পাশ, এখানে একটা হেলিপ্যাডও নির্মান করা হয়েছে ।



বাগানের পাশ থেকে ছবি তুললে এমনি সুন্দর দেখায়










পুকুর ও মসজিদের পূর্ব পাশে থেকে তোলা ছবি ।









মসজিদের ভেতরে






এতিমখানা
 
সুন্দর এই কৃর্তির প্রতি জানাই অকৃত্তিম শ্রধা ও ভালোবাসা

৪টি মন্তব্য:

  1. অনেক সুন্দর একটি মসজিদ

    উত্তরমুছুন
  2. ছবি তোলার জন্য আপনাকে ধন্যবাদ

    উত্তরমুছুন
  3. An amazing scenery! very beautiful architecture!
    an environment like the Jannah, the Heaven!!!!!!!!!!!!!!

    উত্তরমুছুন
  4. হে আল্লাহ! যে তোমার জন্য এই স্থাপনা তৈরি করলো, তুমি তার জন্য জান্নাতে একটি স্থাপনা প্রস্তুত রাখিও। এবং তার গুনাহগুলো মাফ করে দিও, তাকে সঠিক পথে পরিচালিত করো। আমীন।

    উত্তরমুছুন